চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠানে থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় নেভী কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটেছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।
সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, রফিকুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক দুই সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন, এমন তথ্যের ভিত্তিতে কয়েক’শ তরুণ সেখানে ঢুকে বিক্ষোভ শুরু করেন। তারা ফখরুল আনোয়ারকে আটকে তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’- এসব শ্লোগান তাদের মুখে শোনা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে। ছবি: সারাবাংলা
খবর পেয়ে খুলশী থানা থেকে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে তাদের হেফাজত থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে ফখরুল আনোয়ারকে নিয়ে যাবার পরও সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। তারা সনি ও নজিবুলকে তাদের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
তবে শেষ পর্যন্ত দুজন সাবেক সংসদ সদস্য কমিউনিটি সেন্টারটিতে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ২টার দিক থেকে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ছাড়তে থাকেন।