মাঠে নেমেই ম্যাচসেরা হামজা, জেতালেন দলকেও
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৯
লেস্টার সিটি থেকে মৌসুমের মাঝপথে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশের ফুটবলের নতুন সেনসেশন হামজা চৌধুরী ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন। হামজার দুর্দান্ত পারফরম্যান্সেই ডার্বি কাউন্টিকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে শেফিল্ড।
গত বছরের শেষভাগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন ইংলিশ ফুটবলার হামজা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলার আগেই নিজের ক্লাব লেস্টার ছাড়তে হয়েছে হামজাকে। ক্লাবের হয়ে এই মৌসুমে খুব বেশি সময় মাঠে নামতে পারেননি তিনি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই ধারে দ্বিতীয় বিভাগের ক্লাব শেফিল্ডে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার।
শেফিল্ডের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নেমেছিলেন হামজা। প্রথম ম্যাচে শুরুর একাদশেই ছিলেন তিনি। পুরো ম্যাচজুড়েই আলো ছড়িয়েছেন হামজা। গোল না পেলেও বল দখলের লড়াইয়ে বাকিদের হার মানিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত ৪৯ মিনিটে করা বেন ডিয়াজের গোলেই জয় পায় শেফিল্ড। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। প্রিমিয়ার লিগে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হামজারা।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শেফিল্ডের হয়ে নিজের প্রথম ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন হামজা।
সারাবাংলা/এফএম