ডি ভিলিয়ার্সকে অনুসরণ করে ব্যাটিংয়ে যে পরিবর্তন আনলেন শামীম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেই দেখা গেছে তার আগ্রাসী ব্যাটিং। চলতি বিপিএলেও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে অদ্ভুতুড়ে সব শট দেখেছেন দর্শক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসকে জয়ের নায়ক ছিলেন শামীমই। ম্যাচ শেষে শামীম বলছেন, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে অনুসরণ করেই ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন তিনি।
এক বছর পর জাতীয় দলে ফিরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩৫ ও ২৭ রানের ঝড়ো দুটি ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন শামীম। বিপিএলে এবার দারুণ ফর্মে আছেন তিনি। চিটাগংয়ের হয়ে ১২ ম্যাচে শামীম করেছেন ২৬৬ রান, স্ট্রাইক রেট ১৬১.২১। যতবারই ক্রিজে নেমেছেন শামীম, ডি ভিলিয়ার্সের মতো ৩৬০ ডিগ্রি শট খেলে দর্শককে বিনোদন দিয়েছেন তিনি।
শামীম বলছেন, এবির ব্যাটিং দেখেই নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন তিনি, ‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা ফলো করি। নিজের ব্যাটিংয়ে খুব বেশি পরিবর্তন আনিনি। শুধু হেড পজিশনটা বদলে ফেলেছি। দল তো আসলে সবার থেকেই অনেক কিছু আশা করে। আমাদের দলের পরিবেশটা দারুণ। অনেক কিছু নিয়েই কথা উঠেছে। আমরা সেসবের দিকে না তাকিয়ে নিজেদের খেলাটা খেলেছি।’
বিপিএলে এবারের কোয়ালিফায়ারে চিটাগংয়ের প্রতিপক্ষ বরিশাল। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী শামীম, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। সবাই ভালো ফর্মে আছে। শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে এমন জয় অবশ্যই ওই ম্যাচে সাহায্য করবে। যেহেতু আমরা এই ম্যাচ জিতেছি, ওই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দল।’
৩ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল-চিটাগং।
সারাবাংলা/এফএম