চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬
সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় চাঁদাবাজির মামলায় মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা অপর তিনজন হলেন- খলিল নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জালালপুর ইউনিয়নের একটি চাঁদাবাজি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/আরএস