Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশনে থাকা তিতুমীরের ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

তিতুমীর কলেজ প্রতিনিধি
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে টানা পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন কলেজটির কয়েকজন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তারা দাবি আদায়ে অনড় রয়েছেন। এদিকে, সরকারি কর্মচারি হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল জানান, অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

গত ২৯ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে চারজন গুরুতর অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তিতুমীর কলেজে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন সরকারি কর্মচারি হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল। তিনি সাংবাদিকদের জানান, অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। যাদের প্রসাব তৈরি হচ্ছে না। তিনজনের মধ্যে একজনের প্রসাব হচ্ছে না। কিডনি প্রসাব তৈরি করার জন্য যে প্রক্রিয়া থাকে, তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা পিছু হঁটবেন না। তাদের সাত দফা বাস্তবায়নই একমাত্র শর্ত।

তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার বলেন, সাত দফা নয়, আমাদের এখন দাবি একটাই। আর তা হলো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান। তাই দাবি আদায়ে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

বগুড়ায় ডাকাত দলের ৭ জন গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭

ফের বাড়ল এলপিজির দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০

আরো

সম্পর্কিত খবর