নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩
বান্দরবান: গভীর রাতে নিষিদ্ধে ছাত্রলীগের মশাল ঝটিকা মশাল মিছিল, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
রোববার ( ২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে বিক্ষোভ শেষে সমাবেশের আয়োজন করে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ঝটিকা মশাল মিছিল বের করে।
এ ঘটনার প্রতিবাদে সকালে বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ ফের অরাজকতা তৈরি করতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল বের করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ সময় বক্তারা কুতুব উদ্দিনসহ বিশৃঙ্খলার সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সারাবাংলা/এসআর