কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গুলি
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২
কুষ্টিয়া: কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পরে আতঙ্কিত পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘সীমানা প্রাচীরের বাইরে থেকে দুপুর ২টার সময় দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি।’
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, আজ দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসডব্লিউ