Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

কুবি করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রশাসন। আগামী ১৯ এপ্রিল, বানিজ্য ইউনিট ও বিজ্ঞান ইউনিট, ২৫ এপ্রিল কলা ও মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আবেদন, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১৯ এপ্রিল সকাল ১০ টায় ‘সি’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট, ৩ মে ‘এ’ ইউনিট এবং একই দিন বিকেলে ‘বি’ ইউনিটের হওয়ার কথা ছিল।

জানা গেছে, ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ তারিখ পরিবর্তন করা হয়েছে। ভর্তি আবেদন প্রক্রিয়া ২ ফেব্রুয়ারি থেকে ২২ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, এমনকি ছুটির দিনেও যেকোনো সময় আবেদন করতে পারবেন।

সারাবাংলা/এসআর

কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সময়সূচি পরিবর্তন

বিজ্ঞাপন

একটু ভালো আছেন ফরিদা পারভীন
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর