Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ ছক্কায় ১৩৫ রান, অবিশ্বাস্য অভিষেকের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৬

সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়লেন অভিষেক

জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তার বিধ্বংসী ব্যাটিং দেখেছে ক্রিকেট বিশ্ব। ওপেনিংয়ে নেমে আজ নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। মুম্বাইয়ে  ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে মাত্র ৩৭ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষেক। ১৩৫ রান করে অভিষেকই এখন এই ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ডধারী।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। ওপেনিংয়ে থেকে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপরে চড়াও হয়েছেন অভিষেক। চার ছক্কার বন্যা বইয়ে রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি। এক প্রান্ত আগলে রেখে ইনিংসের ১১তম ওভারে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

বিজ্ঞাপন

মাত্র ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষেক। টেস্ট খেলুড়ে দেশের মাঝে এটিই আন্তর্জাতিক টি-২০ তে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭ চার ও ১৩ ছক্কায় ৫৪ বলে ১৩৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-২০তে ভারতের হয়ে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। অভিষেক ছাড়িয়ে গেছেন ১০ ছক্কা মারা রোহিত শর্মাকে।

১৩৫ রান করে ফেরার আগে আরেকটি রেকর্ড গড়েছেন অভিষেক। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০তে এক ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর। অভিষেক ছাড়িয়ে গেছেন ১২৬ রান করা শুভমান গিলকে।

অভিষেক তাণ্ডবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৭ রানের বিশাল স্কোর গড়েছে ভারত। টি-২০তে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ স্কোর।

সারাবাংলা/এফএম

অভিষেক শর্মা ইংল্যান্ড টি-২০ ভারত রেকর্ড সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর