Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই-আগস্টে আহতদের চিকিৎসায় কার্পণ্য করিনি: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা কখনওই আহতদের চিকিৎসার ব্যাপারে কার্পণ্য করিনি। আমরা কখনো অর্থের কথা চিন্তা করিনি। আমাদের লক্ষ্য হচ্ছে যেভাবে হোক আমাদের সন্তানগুলোকে সুস্থ করে তোলা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা ইতোমধ্যে ৩০ জন আহতকে ব্যাংকক ও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠিয়েছি। তাদের মধ্যে মুসা নামের একজনের জন্য ইতোমধ্যে ৬ কোটি ৩৭ লাখ টাকা খরচ হয়ে গেছে। কবে নাগাদ তার রিকভারি হবে সেটা আমরা জানি না। তবে মার্চে তার আরেকটা অপারেশন হবে। হাসান নামের একজনের ব্রেইন ইনজুরি ছিল তার জন্য ৩ কোটি ৩৬ লাখের বেশি টাকা খরচ হয়েছে। সে এখনও কোমায় আছে। কবে নাগাদ সুস্থ হবে তাও বলা যাচ্ছে না। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

মাউন্ট এলিজাবেথ হসপিটাল সহযোগী অধ্যাপক ডোনাল্ড ইউ বলেন, ‘আমরা ২৭৮ জনের মত আহত রোগী দেখেছি। এটি আমার চিকিৎসা জীবনের অন্যরকম অভিজ্ঞতা। বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যাতে তাদের জন্য পর্যাপ্ত সাইকোলজিক্যাল চিকিৎসা দেওয়া হয়। তবে অনেকেরই এ বাস্তবতাটা মেনে নিতে হবে যে কেউ কেউ এক বা দুই চোখ সম্পূর্ণভাবে হারিয়েছেন।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমাদের নৈতিক দায়িত্ব। আহত যোদ্ধাদের যেসকল বিষয় নিয়ে মনোবেদনা ও ক্ষোভ তৈরি হয়েছে সেই বিষয়গুলোতে আমরা মনোযোগ দিয়েছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

আহতদের চিকিৎসা জুলাই-আগস্টে আহত স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর