Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ঘন্টা পর পাটুরিয়া ও আরিচা নৌপথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২

ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দীর্ঘ ৯ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া -দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত রাত ১২টার পর থেকে উভয় নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত ১২টার দিকে পদ্মায় নদী তীব্র কুয়াশার ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এছাড়া কুয়াশার কারণে একই সময়ে যমুনায় তীব্র কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ হয়ে যায় আরিচা- কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল।

সোমবার সকাল ৯টার দিকে কুয়াশার প্রাদুর্ভাব কিছুটা কেটে গেলে উভয় নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবহনের চাপ পড়ে।

সারাবাংলা/এসডব্লিউ

আরিচা-কাজিরহাট নৌ রুট পাটুরিয়া -দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর