Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক নিয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১

মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবেন ট্রাম্প

শুল্ক নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য সহযোগী কানাডা ও মেক্সিকো। এই দুই দেশের পণ্যের ওপর ট্রাম্প সম্প্রতি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এখন এ নিয়ে তিনি দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন তিনি।

সে অনুযায়ী গত শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। এ ছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। চীনও বলেছে, তারা পাল্টা ব্যবস্থা নেবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডীয় সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকো। শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা বলেছে।

সারাবাংলা/এসডব্লিউ

কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর