Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় ঢাকা রানওয়ে, ৬ ফ্লাইট নামলো কলকাতা ও সিলেটে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: ঘন কুয়াশায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। যে কারণে নামতে না পেরে ছয়টি ফ্লাইট কলকাতা ও সিলেট বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা এখন কেটে গেছে, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়।

১৬টি ফ্লাইটের মধ্যে ৯টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, পরে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দর রানওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর