Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক জনপ্রশাসন মন্ত্রী আরও ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। ছবি: সারাবাংলা।

মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলা মামলার আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আরও তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। একই মামলায় সাবেক এ মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবিলক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় মামলার তিন আসামির পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।

এদিকে, রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষ্যম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা। আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা।

৫ আগষ্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। এর আগে ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছিল র‌্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

রিমান্ড সাবেক জনপ্রশাসন মন্ত্রী

বিজ্ঞাপন

ইউএসএইড বন্ধের পক্ষে ট্রাম্প: ইলন
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

বইমেলা: একাল সেকাল
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর