নিখোঁজের ২ দিন পর সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০
বরিশাল: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে আফরোজা খানম ফোরকোন (৬০) নামে সাবেক নারী ইউপি (সংরক্ষিত) সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন।
নিহত আফরোজা খানম ফোরকোন ওই এলাকার মৃত আ. ওহেদ খানের মেয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম গিয়াস মাঝির প্রথম স্ত্রী।
নিহতের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন, ‘আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েকমাস আগে মারা যান। এরপর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পাই। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।’
সারাবাংলা/এইচআই