Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়’

স্পেশাল করেসপডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭

যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্মরণে আয়োজিত দোয়া-মাহফিল

ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশে ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও অঙ্গ-প্রতঙ্গ এখনো সক্রিয় রয়েছে। ফ্যাসিবাদের দোসররা এখনো সব জায়গায় রয়ে গেছে। এই দোসররাই দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কুমিল্লার যুবদলের নেতা তৌহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্মরণে আয়োজিত দোয়া-মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তৌহিদ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত ৩০ জানুয়ারি রাত প্রায় ২টার দিকে যৌথবাহিনী পরিচয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর যৌথবাহিনীর হেফাজতে থাকাবস্থায় গুরুতর অসুস্থ হলে গোমতী নদীর পাড়ে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পরদিন ৩১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুকু বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার ছিল গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা। কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের প্রত্যেক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন। যাদের সহযোগিতায় তিনি দেশে স্বৈরতন্ত্র চালু করেছিলেন সেসব দোসররা আগের মতই বহাল তবিয়তে আছেন। তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করেনি, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেনি বর্তমান সরকার। সরকারের এই উদাসীনতায় আজ একজন যুবদল নেতার প্রাণ ঝড়েছে। কাল ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানকেই ঝুকিতে ফেলে দেওয়া হবে। এত মৃত্যুর মিছিল আর নির্যাতনের পর এখনো যদি এই সরকার সতর্ক না হয় তাহলে কেউ রেহাই পাবে না।’

বিজ্ঞাপন

টুকু বলেন, ‘ফ্যাসিবাদ আবারো ফিরে আসার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র অন্দরমহল থেকে শুরু করে আজ প্রকাশ্যে চলে এসেছে। আর এ কারণেই যুবদলের একজন নিরাপরাধ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে দোসররা। অবিলম্বে এই দোসরদের চিহ্নিত করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি যুবদল নেতা তৌহিদুল ইসলাম সুলতান সালাহউদ্দিন টুকু

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর