বইমেলায় যুক্ত হলো সারাবাংলা
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৩
ঢাকা: বাঙালি পাঠকদের পছন্দের একটি গণমাধ্যম হচ্ছে ‘সারাবাংলা ডট নেট’। জনসাধারণের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্য নিয়েই যাদের এগিয়ে চলা। এবার পাঠকদের আরও কাছে পৌঁছার লক্ষ্য নিয়ে অমর একুশে বইমেলায় যুক্ত হলো ‘সারাবাংলা’র স্টল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে স্টলের উদ্বোধন করেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। এ সময় আরওও উপস্থিত ছিলেন সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী, নিউজ এডিটর সুমন ইসলাম ও প্রতীক মাহমুদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা।
এ সময় সারাবাংলার সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘সারাবাংলা বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবারের বইমেলায় যুক্ত হওয়া। সারাবাংলা একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে মিডিয়ায় তার সুনাম ধরে রাখতে পেরেছে। দিন দিন পাঠকের চাহিদা আরও বাড়ছে। এবারের বইমেলাকে কেন্দ্র করে সারাবাংলা বাংলাদেশের প্রথম ওটিটি নিউজ হিসেবে আত্মপ্রকাশ করছে। যার মাধ্যমে আপডেট ভিডিও নিউজগুলো দর্শক সহজেই দেখতে পারবেন। সেইসঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন ভিডিও কন্টেন্টও আমরা যোগ করেছি। আশা করি পাঠক ও দর্শক সারাবাংলার সঙ্গে থাকবেন।’
সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী বলেন, ‘৫২ ভাষা আন্দোলন ও ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে নিয়ে এবারের বইমেলার আয়োজন। সেই আয়োজনে যুক্ত হয়েছে সারাবাংলা। এটা আমাদের জন্য গর্বের বিষয়। সারাবাংলার একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম। এখানে ২৪ ঘণ্টা সংবাদ প্রকাশ করা হয়। এখান থেকে পাঠকরা সহজেই নতুন নতুন তথ্য ও আপডেট সংবাদ জানতে পারেন।’
আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সিওও অবসরপ্রাপ্ত লে.কর্নেল মোহম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘প্রথমবার সারাবাংলা বইমেলায় যুক্ত হলো। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুতপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি। নতুন বাংলাদেশের বইমেলা থেকে বাঙালির অনেক আশা।
এভাবেই সারাবাংলা ছড়িয়ে যাবে বাংলার মানুষ ও পাঠকদের কাছে- সেই প্রত্যাশা জানিয়েছেন প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিন মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘সারাবাংলার সবকিছু নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা চেষ্টা করছি নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার।’
শুধু দেশে নয়, বহির্বিশ্বেও নতুন প্রজন্মের কাছে সারাবাংলা একটি পছন্দের গণমাধ্যম। সেই পছন্দের জায়গাটি ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবে সারাবাংলা- এমন প্রতিজ্ঞাই কর্তৃপক্ষের।
সারাবাংলা/এফএন/পিটিএম