Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুল উৎসবের সমাপনীতে মঞ্চ মাতাবে নগর বাউলসহ ৮ ব্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫২

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা প্রশাসনের মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী দিনে আয়োজিত ‘গালা নাইট কনসার্টে’ মঞ্চ মাতাবে জনপ্রিয় নগর বাউলসহ আটটি ব্যান্ডদল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রাম ফুল উৎসবের ‘গালা নাইট কনসার্ট’ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ফরিদা খানম বলেন, ‘চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে আমরা গত ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করেছিলাম। এ উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে গালা নাইট কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী এত বড় কর্মযজ্ঞ আপনাদের এবং চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘কনসার্টে নিরাপত্তার জন্য আমরা এক হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক ব্যান্ড দল গান পরিবেশন করবেন।’

জেলা প্রশাসক বলেন, ‘এমএ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে ব্যবস্থা থাকবে। মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা।’

বিজ্ঞাপন

৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এম এ আজিজ স্টেডিয়াম উম্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে ফরিদা খানম বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এমএ আজিজ স্টেডিয়াম উম্মুক্ত করে দেওয়া হবে। প্রথমে আমাদের যারা লোকাল গায়কেরা আছেন তারা গান পরিবেশ করবেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন ব্যান্ড শিল্পীরা গান পরিবেশন করবেন। আমরা আশা করছি আমাদের মূল গায়ক জেমস রাত নয়টা বা সাড়ে নয়টায় মঞ্চে উঠবেন।’

‘স্টেডিয়ামের ভেতরে আমরা কিছু স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখব। যাতে দর্শকদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া, কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্কিনের ব্যবস্থা থাকবে, যাতে বাহিরের দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।’

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি দুই লাখের বেশি ফুল নিয়ে শুরু হয়েছিল মাসব্যাপী ফুল উৎসব। ১৯৪ একর এলাকাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্কে এ ফুল উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সারাবাংলা/আইসি/পিটিএম

ফুল উৎসব ব্যান্ড

বিজ্ঞাপন

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২১

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর