কমেছে তাপমাত্রা, বেড়েছে উত্তরমুখী বাতাস
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭
ঢাকা: গত দুইদিন ধরে তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে আকাশে রোদ থাকলেও বাতাস বেড়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ অবস্থা থাকতে পারে পুরো সপ্তাহ জুড়ে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
একই অবস্থা থাকবে বুধবারও। বরং ওইদিন সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, এই দুই দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং সপ্তাহ শেষে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
তিনি আরও জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যদিও এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ