Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় আ.লীগ ও বিএনপির পালটা-পালটি হামলায় আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০

আহতদের মধ্যে বিএনপির চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাগেরহাট: মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা পালটা হামলায় উভয়পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

হামলায় বিএনপির আহতরা হলেন- জসিম, মাহাবুব, লিটন, দিলরুবা। আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও পারভীন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিএনপির চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আওয়ামী লীগের আহতরা বাড়িতে রয়েছেন। তারা (আওয়ামী লীগ) ভয়ে হাসপাতালে যেতে পারছেন না বলে দাবি করেছেন।

আহত বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল, সেখানে গেলে তারা আমাদের ওপর হামলা করেন।

আওয়ামী লীগের আহতদের দাবি, বিএনপির লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালান।

সারাবাংলা/ইআ

আ.লীগ-বিএনপি বাগেরহাট

বিজ্ঞাপন

জানুয়ারিতে সড়কে ৬০৮ প্রাণহানি 
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর