তথ্য সংগ্রহকারীদের কাজে অবহেলা থাকলে খতিয়ে দেখা হবে: ইসি সচিব
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১
ঢাকা: বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ প্রক্রিয়া সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। এ কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারীর কাজে অবহেলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, এবারের হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল এবার নতুন করে যুক্ত হবে ৬১ লাখে বেশি ভোটার।
তিনি জানান, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি।
তিনি আরও জানান, ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। যা শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ। আর মোট ভোটার বৃদ্ধির হার ৩.৯ শতাংশ। এরমধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ ও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা ১.৪৬ ভাগ।
নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়।
অপর এক প্রশ্নের জবাবে, কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সারাবাংলা/এনএল/ইআ