Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩১

চট্টগ্রামে ভবনে ডাকাতির চেষ্টায় ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবনে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টায় ওই ভবনে ঢুকেন তিন ডাকাত। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ভবনটি লোকমান নামে এক ব্যক্তির। ষষ্ঠ তলার ওই ভবনে দ্বিতীয় তলায় থাকতেন তিনি। সকালে ডাকাতরা তার বাসায় আক্রমণ করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দী করে রাখেন।

আটক হওয়া দুইজন ডাকাত হলেন- বায়েজিদ ও আকাশ। পলাতক আসামির নাম এখনো জানা যায়নি। তারা তিনজনই চট্টগ্রাম ভবনের মালিকের সহকারি হিসেবে কাজ করতেন।

দুপুর আড়াইটার দিকে ভবন থেকে বেরিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুপুর ১২টায় পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। এরপর র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে যোগ দেয়। ভবনটি লোকমান নামের এক ব্যক্তির। তাকে ডাকাতরা বাথরুমে বন্দী করে রেখেছিল। পাঁচ মিনিটের অপারেশনে আমরা তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তাকে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এ ঘটনায় দুজন ডাকাতকে গ্রেফতার করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম চট্টগ্রাম ভবনে ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর