‘আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্রতা দূর করা সম্ভব নয়’
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭
ঢাকা: সামাজিক সুরক্ষার নামে সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্রতা দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
তিনি বলেন, এজন্য নগদ সহায়তা নির্ভর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে কর্মমুখী সহযোগিতায় রূপান্তর করতে হবে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শারমিন মুরশিদ বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না। বরং সমাজের পিছিয়ে পড়া নারী শিশুদের প্রকৃত ভাগ্য উন্নয়নে তাদের স্বনির্ভর করে এমন প্রকল্প নিতে হবে। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে দাতাদেরও আর্থিক সহায়তা প্রয়োজন।
‘দারিদ্র্য দূরীকরণে সবার আগে একটি নির্ভুল তথ্য ভান্ডার প্রয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, তথ্য উপাত্তের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষায় বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা যায়নি। এ প্রেক্ষিতে দুর্নীতি অনিয়ম বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে দিতে বিশ্বব্যাংকের কাছে অনুরোধ জানানো হয়েছে। এতে করে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে।
সারাবাংলা/জেজে/আরএস