Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা ভাষার প্রথম এআই জেনারেটেড উপন্যাস বইমেলায়

সারাবাংলা ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫

ড. মাহফুজ শামীম উপন্যাস ‘যুবক যেখানে যেমন’। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলা সাহিত্য জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ‘যুবক যেখানে যেমন’ উপন্যাসের মাধ্যমে, যা বাংলা ভাষায় প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা রচিত।

এই এআই জেনারেটেড উপন্যাসের মাধ্যমে অর্জিত হলো বাংলা সাহিত্যে প্রযুক্তি অন্তর্ভুক্তির এক অবিস্মরণীয় মাইলফলক। বইটি গ্রন্থনা করেছেন ড. মাহফুজ শামীম। তিনি এই যুগান্তকারী সাহিত্যপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

উপন্যাসটি আধুনিক সমাজ, মনস্তত্ত্ব ও বাস্তবতার মিশেলে এক নতুন সাহিত্যিক অভিজ্ঞতা তৈরি করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণধর্মী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি পাঠকদের এক নতুন ধরনের সাহিত্য আস্বাদন করাবে।

এআই রচিত উপন্যাসের প্রতি পাঠকদের কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে এরই মধ্যে, যা ভবিষ্যতে সাহিত্য জগতে প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রকাশনা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ‘যুবক যেখানে যেমন’ পাঠকদের জন্য একটি নতুন ও ব্যতিক্রমী পাঠ-অভিজ্ঞতা এনে দেবে।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫-এ, নৈঋতা ক্যাফে-এর ৬১০ নম্বর স্টলে। এছাড়াও, অনলাইনে বইটি রকমারিতে প্রি-অর্ডার করা যাচ্ছে।

সারাবাংলা/পিটিএম

এআই জেনারেটেড উপন্যাস ড. মাহফুজ শামীম বইমেলা ২০২৫ যুবক যেখানে যেমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর