Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সিআরআই অফিসে দুদকের তল্লাশি, ৩৫ কোটি টাকার এফডিআর‘র সন্ধান!

স্পেশাল করেসপডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৩

দুর্নীতি দমন কমিশন ভবন

ঢাকা: সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, ‘অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, সিআরআইয়ের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ রয়েছে। সিআরআইয়ের ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ।’

তিনি বলেন, ‘সিআরআইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পায় দুদকের অ্যানফোর্সমেন্ট টিম। অভিযানকালে তারা ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে।’

আক্তার হোসেন বলেন, ‘সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়।’

প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায়। এ ছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে।

সারাবাংলা/জিএস/এইচআই

৩৫ কোটি টাকার এফডিআর দুদক সিআরআই অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর