Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও ২ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে সুজাবত আলীর সরকার (৭৫) ও মো. সামসুল আলম (৬০) নামের দু’জন মৃত্যুবরণ করেন । এ নিয়ে গত দু’দিনে ইজতেমা ময়দানে চারজনের মৃত্যু হয়েছে।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার রাতে মারা যাওয়া সুজাবত আলীর সরকার হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন শাহবাজপুর গ্রামের মৃত গফুর আলী সরকারের ছেলে এবং মো. সামসুল আলমের বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন রায়কালী গ্রামে।

এর আগে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নরসিংদী জেলার মাধবদী থানার রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার আমীর হোসেন (৬৫)।

উল্লেখ্য বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মো. জুবায়ের। দুপুর ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

সারাবাংলা/এমপি

৫৮ তম বিশ্ব ইজতেমা মুসুল্লির মৃত্যু

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৮ দোকান
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১

টি-২০তে ৬৩৩ উইকেটে রশিদের ইতিহাস
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর