উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপাকে গ্রাহকেরা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১
রংপুর: ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহণ ধর্মঘট চলছে। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন গ্রাহকরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় তারা।
সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন জানান, বুধবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ।
বুধবার সকালে রংপুর নগরির বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন রংপুরের গ্রাহকরা। গ্রাহকরা পাম্পে গেলেও তেল না পেয়ে ফিরে আসছেন। এতে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।
নগরির গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় অবস্থিত সালেক মটরস পাম্পে তেল নিতে এসে না পেয়ে তোহিদুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, ‘সামান্য ঘটনা নিয়ে মাঝেমধ্যেই পাম্প মালিকরা পাম্প বন্ধ করে দেন অনির্দিষ্টকালের জন্য। তারা গ্রাহকদের জিম্মি করে ফায়দা হাসিল করে।’
সারাবাংলা/এমপি