২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২
গাজীপুর: আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের মোনাজাত শেষে ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টা ২৭ মিনিটে মোনাজাত শেষে বাংলাদেশের মাওলানা জুবায়ের এ ঘোষণা দেন।
তিনি বলেন, শুরায়ে নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ জানুয়ারি এবং চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৯, ১০, ১১ জানুয়ারি।
সারাবাংলা/এসডব্লিউ