প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন এবং বিচার বিভাগ বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যানদ্বয় তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ দুই প্রতিবেদন জমা দেওয়া হয়।
জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে পুরো জনপ্রশাসনের খোলনলচে বদলে (আমূল পরিবর্তন) দিতে ১০০টিরও বেশি সুপারিশ থাকছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে।
কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে এবং সবগুলোই বাস্তবায়নযোগ্য। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটা সরকার বুঝবে।”
এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে সরকার। এরমধ্যে, গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন দিয়েছে। আর আজ জমা দিল জনপ্রশাসন এবং বিচার বিভাগ বিষয়ক সংস্কার কমিশন।
সারাবাংলা/জিএস/আরএস
জনপ্রশাসন সংস্কার কমিশন ড. মুহাম্মদ ইউনূস বিচার বিভাগ বিষয়ক সংস্কার কমিশন