Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিশেষ অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ৩৪ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

চট্টগ্রামে বিশেষ অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ৩৪ জন গ্রেফতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এবং সন্ত্রাসবিরোধী আইনে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরজুড়ে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার ৩৪ জনের মধ্যে নগরীর কোতোয়ালি থানায় আছে- বশির আহাম্মদ (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩) ও মোহাম্মদ আলী আকবর (৪০)। চকবাজার থানায় গ্রেফতার হয়েছে খায়েরুল ইসলাম তুষার (২৪) ও তয়ন বড়ুয়া (২২) নামে দুজন। সদরঘাট থানায় গ্রেফতার হয়েছে আরিফ আহম্মেদ (৩০), মো. হাছান (৪২) ও জাহাঙ্গীর আলম (৪৪)।

পাহাড়তলী থানায় আছে- নগরীর রামপুর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজু (৩০), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহামুদুল হাসান (৪৩)। নগরীর বন্দর থানায় মো. আরিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর বায়েজিদ বোস্তামি থানায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। এরা হলো- মো, রুবেল (২৫), মো. সেলিম (২০), নিজাম উদ্দিন সজিব (২২) ও রেজাউল করিম তানভির (২৫)। পাঁচলাইশ থানায় যুবলীগ কর্মী আব্দুল শুক্কুর ও শহিদুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর আকবর শাহ থানায় ইকবাল আহাম্মেদ আলভী (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ইপিজেড থানায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- সাইফুল ইসলাম (২৫) ও মনছুর আলম (৩৫)। বাকলিয়া থানায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- তৈমুর শাহ (৪০), মো. হাসেম (৩১), পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন (৩০), আনিসুল ইসলাম সৌমিক (৩১), আরিফ হোসেন (২৪), শহিদুল ইসলাম শাওন (২৪) এবং তুহিন মুরাদ (৩২)।

বিজ্ঞাপন

নগরীর চান্দগাঁও থানায় মো. মাহিম (১৯) ও দিদার (৩৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পতেঙ্গায় আওয়ামী লীগ কর্মী ইমরান হোসেন (৩২), গ্রেফতার হয়েছে। নগরীর খুলশী থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- ওমর ফারুক (৩২), জাবেদ আফসার চৌধুরী (৪৭) ও আব্দুর রহিম (৪০)।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ গ্রেফতার ছাত্রলীগ টপ নিউজ বিশেষ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর