Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণসহ ২৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৬

পলাতক আসামি আশিকুল ইসলাম ওরফে আশিককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজার: কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও দলবদ্ধ ধর্ষণসহ ২৮ মামলার পলাতক আসামি আশিকুল ইসলাম ওরফে আশিককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ) মো. জসিম উদ্দিন চৌধুরী।

আসামি আশিক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির চেষ্টা, চুরি,মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে আশিক কক্সবাজারে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। তার হাত থেকে রেহায় পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও। তার বিরুদ্ধে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বুধবার ভোরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় আশিকুর ইসলাম নিজের বাড়িতে অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জসিম জানান, আশিকুর ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আসামি গ্রেফতার কক্সবাজার

বিজ্ঞাপন

ইতিহাস গড়তে আরও ৪৮ রান চাই নাঈমের
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর