Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা: গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘গরুর মাংসের দাম সস্তা করানোর কথা বলে অনেকেই মাংস আমদানির অনুরোধ করে থাকেন। আমরা মাংস খাওয়ার জন্য বিদেশ থেকে আমদানি নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) শৈলকুপা উপজেলায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত খামারি পরিষদ আয়োজিত প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘বিল বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায়, দ্রুতই এর সমাধান হবে।’

কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে তিনি বলেন, ‘এসব জমিতে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে হবে।’ এজন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাণি উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দুধ আছে কিন্তু ভান্ডার নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধের ভান্ডার গড়ে তুলবো। সরাসরি খামারিদের কাছ থেকে যাতে টাটকা দুধ মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

শৈলকুপাসহ জেলার খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে কোনো বৈষম্য থাকবে না এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. আমিনুল হক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরনারি হাসপাতাল আয়োজিত লাইভস্টক ফার্মাস ফিল্ড স্কুল-হাবিবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ডেইরি উৎপাদনকারী দলের ৪০ জন সদস্যদের মাঝে হাইজনিক টুলস, মিল্ক ক্যান, মিল্ক মেজারিন কাপ,গামবুট, বালতি, তাপমাত্রা ও আর্দ্রতামাপক যন্ত্র বিতরণ করেন।

এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসানসহ বাকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

গরু আমদানি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিজ্ঞাপন

ফাঁক-ফোকর গলে বইমেলায় ঢুকছে হকার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

আরো

সম্পর্কিত খবর