Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ তারেক রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪

তারেক রহমান।

ঢাকা: সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার সাংবাদিকদের পাশে দাঁড়াতে দলের আইন বিষয়ক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদকদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আদালত প্রাঙ্গণে সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয়টি অবহতি হওয়ার পর তিনি এ নির্দেশ দেন।

তার নির্দেশ পাওয়ার পর বিএনপির আইন বিষয় সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আহত সাংবাদিকদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসেয়িশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারাও আহত সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবার নিতে হাপসাপাতালে ছুটে যান।

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সংবাদিকদের ওপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা। এতে আহত হন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার। তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাংচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর বেলা ১২ টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামীপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিততে শতাধিক নেতাকর্মী হোট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রীম কোর্ট কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

তারেক রহমান পাশে দাঁড়ানোর নির্দেশ

বিজ্ঞাপন

ফাঁক-ফোকর গলে বইমেলায় ঢুকছে হকার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

আরো

সম্পর্কিত খবর