ঢাকা উত্তর-দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির আকার বাড়ল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪
ঢাকা: যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির (আংশিক) আকার বাড়ানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর যুবদলের ইতোপূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটিতে আরও ৩৪ জন যোগ হয়েছেন। অন্যদিকে খন্দকার এনামুল হক এনামকে আহ্বায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করে দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটিতে আরও ২৩ জন পদ পেয়েছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই দুই কমিটির অনুমোদন দেন।
উত্তর যুবদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমদ, জুলহাস আহমেদ, জসীম উদ্দীন, মো. মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী মানিক।
এছাড়া সদস্য হিসেবে আছেন- হাবিবুর রহমান সুমন, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, সেলিম আহমেদ রেজা, আরিফ হোসেন শুভ্র, রাকিবুল বাশার বনি, মামুন মোল্লা, নূরে আলম, কামরুল ইসলাম, কামরুল হাসান, ফরহাদ হোসেন সজিব, সালাহ উদ্দিন বাবু, ইলিয়াস হোসেন ফকির, মনিরুল হাসান পিন্টু, ফাইজুল ইসলাম ভূঁইয়া, সোহেল রহমান, রতন ইসলাম রারী, হাসিবুল রাজ শাওন, মাহমুদুল হাসান সবুজ, এনামুল ইসলাম লিটন, সজিবুর রহমান সজিব, মাহমুদুল হাসান মাসুম, জুয়েল রানা, আরিফ হোসেন।
অন্যদিকে দক্ষিণ যুবদলে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, সৈয়দ মুকিতুল আহসান রস্তু, শফিকুল ইসলাম নাদিম, নূরে আলম সিদ্দিকী সোহাগ, সাবাহ করিম লাকি, মো. রাফিজুল হাই রাফিজ, শাহ মো. মাসুম বিল্লাহ, ফয়সাল হেদায়াত সৈকত পণ্ডিত, মো. শাহজাহান চৌধুরী।
কমিটিতে সদস্য হিসেবে আছেন- গিয়াস উদ্দিন মানিক, আওলাদ হোসেন ভূঞা, রেজাউল ইসলাম প্রিন্স, মো. সোহেল খান, কাজী মনসুর আলম, হাজী বিল্লাল, দিদারুল ইসলাম বাবু, মিজান ব্যাপারী, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম (ইমন), মোসারফ হোসেন, আর এইচ রুবেল তালুকদার।
সারাবাংলা/এফএন/পিটিএম