Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ১ কোটি টাকার জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৪

ঢাকা: সারা দেশে পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, কুড়িগ্রাম, দিনাজপুর, টাঙ্গাইল, মেহেরপুর, মাদারীপুর, চাঁদপুর, গাইবান্ধা, ফেনী, বান্দরবান ও ঢাকা জেলার ধামরাই এলাকায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩৯টি মামলার মাধ্যমে মোট ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ১৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আরও ১৪টি ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ দিন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের আফতাবনগর ও লালবাগ এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৬টি মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

একই দিনে, যশোর ও নেত্রকোনায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, দেশে আনুমানিক ৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আরো