Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ: হাসনাতের পোস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪

ঢাকা: আজকে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসনাত ‍আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

এর আগে, বিকেলের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জানানো হয়, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া হবে।

বিজ্ঞাপন

অন্য আরেক কর্মসূচি থেকে জানা যায়, ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। সেখানে বলা হয়, হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে আজ রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ

বিজ্ঞাপন

ফাঁক-ফোকর গলে বইমেলায় ঢুকছে হকার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

ইতিহাস গড়তে আরও ৪৮ রান চাই নাঈমের
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর