Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল

খুলনা: খুলনা জেলা ও মহানগর যুবদলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক দুটি আহবায়ক কমিটি অনুমোদন দেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগর যুবদলের আবদুল আজিজ সুমনকে আহবায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। অপরদিকে খুলনা জেলা যুবদলের ইবাদুল হক রুবায়েদকে আহবায়ক ও নাহিদুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ১৯ আগষ্ট মহানগর ও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা ও মহানগর যুবদলের মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়।

সারাবাংলা/পিটিএম

আহবায়ক কমিটি খুলনা জেলা ঘোষণা মহানগর যুবদল

বিজ্ঞাপন

হয় ওরা থাকবে, নয় আমি থাকব: বাটলার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর