Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আরিফ হোসেন সহকারী পরিচালক পদে ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটেরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি নিউপোর্ট ইউনির্ভাসিটি ঢাকা ক্যাম্পাসে এমবিএ ডিগ্রি নেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়। হুসনে আরা রাজশাহীতে বদলি হওয়ায় নতুন মুখপাত্র নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/জিএস/পিটিএম

আরিফ হোসেন খান নতুন মুখপাত্র বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

হয় ওরা থাকবে, নয় আমি থাকব: বাটলার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর