প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪
চট্টগ্রাম ব্যুরো: দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী।
এদিন সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে বৈঠক করেন প্রাইম মুভার শ্রমিক নেতারা। দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক শেষে শ্রমিক নেতারা তাদের কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
শ্রমিক নেতারা জানান, তাদের যে চার দফা দাবি সেটা জেলা প্রশাসক মেনে নিয়েছেন। তাই তাদের সল্টগোলা মোড়ে কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেবেন।
কায়েস চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। যারা আমাদের ভাইদের মেরেছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলে আমাদের জানিয়েছে। এ ছাড়া, আহতদের চিকিৎসার ব্যবস্থা জেলা প্রশাসন নেবে। ডিসি পার্ক বন্ধ থাকবে। তাই আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করছি। সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে আমরা এ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেব। সেখানে আমাদের প্রাইম মুভার শ্রমিকরা অপেক্ষা করছেন।’
এর আগে চার দফা দাবিতে প্রাইম মুভার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ফলে চট্টগ্রামে বন্দরে পণ্য আনা-নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্দরে কোনো গাড়ি ঢুকতে না দেওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালায়। পরে জেলা প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাইম মুভার শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর কাস্টমস ও সল্টগোলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালক। ফলে রাস্তার দুপাশেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভোর ৪টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু, বুধবার সকাল গড়াতেই তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে রাস্তা অবরোধ করেন।
শ্রমিকদের দাবি ছিল, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে।
সারাবাংলা/আইসি/পিটিএম