Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে কেন নেই ভারতীয় আম্পায়ার?

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না ভারতীয় ম্যাচ অফিশিয়ালস

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১২ জন আম্পায়ারসহ মোট ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণা করেছে আইসিসি। সবাইকে খানিকটা চমকে দিয়েই এই তালিকায় নেই কোনো ভারতীয় আম্পায়ারের নাম। কিন্তু কী কারণে আইসিসির বড় এই টুর্নামেন্টে থাকছেন না কোন ভারতীয় ম্যাচ অফিশিয়ালস? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানে খেলা হওয়ার কারণে এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে রাজি হননি ভারতের কেউই।

পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় দুবাইতেই হবে ভারতের সব ম্যাচ। আইসিসির নিয়ম অনুযায়ী, ভারতের কোনো ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন না কোনো ভারতীয় আম্পায়ার। বাধ্য হয়েই তাই পাকিস্তানের মাটিতে অন্য ম্যাচে দায়িত্ব পালন করতে হতো তাদের। আইসিসির এলিট প্যানেলের নিতিন মেননের এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করার কথা ছিল।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিতিন। আইসিসিকে জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না তিনি।

নিতিনের মতো ভারতীয় অভিজ্ঞ ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথও থাকছেন না চ্যাম্পিয়নস ট্রফিতে। তিনিও আইসিসিকে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণে এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভারত ভারতীয় আম্পায়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর