Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে রেকর্ডে বাংলাদেশ ও শ্রীলংকার পাশে বসল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৬

নতুন রেকর্ড গড়ল জিম্বাবুয়ে

বুয়াওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। দেশের মাটিতে সিরিজের একমাত্র ম্যাচে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। বাংলাদেশ ও শ্রীলংকার পর তৃতীয় দেশ হিসেবে সব টেস্ট খেলুড়ে দলকে আতিথেয়তা দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল জিম্বাবুয়ে।

২০০০ সালে ১০ম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। ১৮ বছর পর ২০১৮ সালে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে দেওয়া হয় টেস্ট স্ট্যাটাস। তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ৭ বছরে খুব বেশি ম্যাচ খেলেনি এই দুই দল। আফগানরা খেলেছে ৬টি টেস্ট, আয়ারল্যান্ড মাঠে নেমেছিল মাত্র ৫ ম্যাচে।

বিজ্ঞাপন

১৯৯২ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া জিম্বাবুয়ে নিজেদের মাঠে আফগানিস্তানসহ দশটি টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দিয়েছে। গতকাল ১১ম দেশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজন করে নতুন ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। দেশের মাটিতে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই ম্যাচ আয়োজন করেছে তারা।

নিজেদের মাটিতে সব টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দেওয়ার প্রথম কীর্তি গড়ে বাংলাদেশ। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ আয়োজনের চক্র পূরণ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছিল শ্রীলংকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজন করে এই রেকর্ডের ভাগীদার হয় তারা।

সারাবাংলা/এফএম

জিম্বাবুয়ে বাংলাদেশ রেকর্ড শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর