Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০১

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও মেলেনি নিখোঁজ শ্রমিক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক নৌ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নৌ শ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। সে এমভি আল্লাহ ভরসা-৪ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙ্গর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করতো সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের উপর দিয়ে সেখানে যেতে হতো।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেডে যাবার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

বিষয়টি সম্পর্কে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইন উদ্দিন বলেন, ‘নিখোঁজ নৌ শ্রমিকের সন্ধানে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছি আমরা। এখনো পর্যন্ত তার কোন হাদিস পাওয়া যায়নি।’

সারাবাংলা/এসডব্লিউ

মুন্সিগঞ্জ শ্রমিক নিখোঁজ

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর