বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬
ঢাকা: দেশের চলমান পরিস্থিতিতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বেঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টায়। পরে বাদ জুমা দুপুর ১ টা ৫৬ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)।
দলীয় সূত্রমতে, বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর-বাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙ্গে ফেলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় দলের নীতিনির্ধরকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান।
সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। রেওয়াজ ভেঙে শুক্রবার লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি।
সারাবাংলা/এজেড/এমপি