Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৃহবধূর মৃত্যু।

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫-৬ জন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার শ্রীনগরে এ ঘটনা ঘটে।

নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজনরা জানান, দুপুরে সোহেল ও তার দলবল অস্ত্র-সস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে হামলা চালায়। এ সময় শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠে গুলি করা হয়েছে।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, ‘সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিলেন। বাধা দিতে গেলে চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। এ সময় নারীসহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে।’

অভিযুক্ত সোহেল একই এলাকার বাসিন্দা ও দলিল লেখক। তার সঙ্গে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তবে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ গৃহবধূর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না। এলাকায় পুলিশ রয়েছে। তদন্ত চলছে।’

সারাবাংলা/এমপি

গৃহবধূ নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর