Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে: ফারুক-ই-আজম

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩

আর্ট এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল এক ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই, যেখানে তরুণরা স্বৈরাচারী দমননীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তোলে।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে জুলাই অভ্যুত্থান নিয়ে আর্ট এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ধরে রাখার জন্য সকল উদ্যাগ যেন পূর্ণতা পায়, এটাই সরকারের প্রত্যাশা। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা যেন তাড়াতাড়ি হয়, আমরা আশাবাদী। এ রাষ্ট্রে আর বৈষম্য করা যাবে না। পুরো রাষ্ট্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।’

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ- সব সংগ্রামই বৈষম্যের বিরুদ্ধে। জুলাই বিপ্লব বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হলেও এটি মূলত ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াই। আর সেই বিপ্লবের ইতিহাস ধারণ করে এখন চলবে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই। স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে, এবং আমরা এই ঐক্য ধরে রাখবো।’

‘ঐক্যের গণজোয়ারে আবারও এক হই’ স্লোগানে শুরু হওয়া দুদিনের প্রদর্শনীতে ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ও সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ১৬০টি ছবি স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

একই আয়োজনে জুলাই বিপ্লবের ইতিহাসভিত্তিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সারাদেশে সচিত্র আর্কাইভ তৈরির অংশ হিসেবে আন্তর্জাতিক মানের ভিজুয়াল ফিল্ম তৈরি, ফটোগ্রাফিক আর্কাইভ বুক ও ম্যাগাজিন প্রকাশ, তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক স্ট্রিমিং প্রতিষ্ঠান ‘নেটফ্লিক্স’ এটি নির্মাণ করছে।

প্রকল্প পরিচালক মিনহাজ উদ্দিন জানিয়েছেন, ‘দ্যা আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটি – এ জার্নি অব ইউনিটি’ শিরোনামে এ প্রকল্পের ওয়েবসাইটে বছরজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে চিত্র প্রদর্শনী, তথ্যচিত্র নির্মাণ, আর্কাইভ বুক ও ডাটাবেজ থাকবে।

প্রকল্পের উপদেষ্টা ওয়াহিদ জামান বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপশক্তির বিরুদ্ধে ঐক্যের বার্তা পৌঁছে দিতে ডকুমেন্টারি নির্মাণ, আর্কাইভ বুক, ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে। জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনাপ্রবাহের চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে আজ পুরো প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে।’

ইফরাদ আবিদ ও সুমি শারমিনের উপস্থাপনায় প্রকল্পের পুরো বিষয় তুলে ধরেন আল মাহমুদ বিন শামসুদ্দিন, মিনহাজ উদ্দিন, ইফফাত ফাইরুজ ইফা এবং সুমাইয়া খানম।

সারাবাংলা/আরডি/এসআর

আর্ট এক্সিবিশন চট্টগ্রাম চট্টগ্রাম শিল্পকলা একাডেমি জুলাই গণঅভ্যুত্থান ফারুক-ই-আজম

বিজ্ঞাপন

ফাইনালের 'লেজার শো'-তে জুলাই আন্দোলন
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর