Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

কক্সবাজার বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার: দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেই দিকে লক্ষ্য রাখুন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উদ্ভূদ পরিস্থিতিতে দেশবাসীর ধৈর্য্য ও শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে অংশ নিবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।’

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। পরে তিনি সেখান থেকে গাড়ী যোগে সরাসরি পেকুয়াস্থ পৈত্রিক বাড়ীর উদ্দ্যেশে রওনা দেন।

ব্যক্তিগত সফরে আসলেও তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতসহ পারিবারিক স্বজনদের দেখা করার কথা রয়েছে।

সারাবাংলা/এইচআই

কক্সবাজার বিএনপি সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

এক নজরে বিপিএলের সেরা যারা
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯

ফাইনালের 'লেজার শো'-তে জুলাই আন্দোলন
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর