চ্যাম্পিয়নস ট্রফি
চমক রেখে স্বাগতিক পাকিস্তানের জার্সি উন্মোচন
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৩
২৯ বছর দেশের মাটিতে হতে যাচ্ছে আইসিসির বড় টুর্নামেন্ট। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পুরো পাকিস্তানজুড়েই তাই সাজসাজ রব। টুর্নামেন্ট শুরুর ১২ দিন বাকি থাকতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করল স্বাগতিক পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন রূপে। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই আনুষ্ঠানিকভাবেহ উদ্বোধন করা হয়েছে নতুন রূপে সাজানো এই স্টেডিয়ামকে। সেখানেই উন্মোচিত হলো বাবর আজমদের নতুন জার্সি।
স্টেডিয়ামের মাঝে সাজানো মঞ্চে সবুজ জ্যাকেট পরে উঠেছিলেন পাকিস্তান স্কোয়াডের সবাই। এরপর জ্যাকেট খুলেই অফিশিয়াল জার্সি উন্মোচন করেন বাবর-রিজওয়ানরা। ট্রেডমার্ক সবুজ রংয়ের জার্সিতেই খেলবে পাকিস্তান। এবার অবশ্য জার্সির একপাশে থাকছে নান্দনিক কারুকার্য।
জার্সি উন্মোচনের একটি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে চলছে পাকিস্তানের নতুন জার্সির প্রশংসা।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।
সারাবাংলা/এফএম