Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৩৩ রোহিঙ্গা নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩

বান্দরবানের আলীকদমে ৩৩ জন রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশকালে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি সদস্যরা জানান।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিয়ানমার জান্তার বাহিনী দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলমান রয়েছে। এর ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।

আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

সারাবাংলা/আরএস

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর