Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকল উৎসব পরিবেশবান্ধব করতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০১

তারুণ্যের উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-কে পরিবেশবান্ধব করতে উদ্যেগ গ্রহণ।

ঢাকা: ক্রিকেট, ফুটবলসহ খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার অনুষ্ঠান পরিবেশ বান্ধবভাবে আয়োজন করতে আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

সেখানে আরও বলা হয়, তারুণ্যের উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-কে পরিবেশবান্ধব করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একাধিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। মাঠের ভেতরে ও বাইরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইকো-ফ্রেন্ডলি প্ল্যাকার্ড ও প্রপস ব্যবহারের পাশাপাশি ‘চার’ ও ‘ছক্কা’ উদযাপনের উপকরণেও পরিবেশবান্ধব হওয়ার বার্তা সংযোজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচে প্রতিটি দলের অধিনায়কের মধ্যে গাছ উপহার বিনিময়ের ব্যবস্থা রাখা হয়, যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে কাজ করেছে। ম্যাচ চলাকালীন এল-শেপ বিজ্ঞাপন ও থিমেটিক টিভিসি সম্প্রচার করা হয়, যেখানে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, বায়ু ও শব্দদূষণ রোধের বার্তা ছিল।

ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্নার স্থাপন করা হয়। এসব কর্নারে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি দর্শকদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। পরিবেশ দূষণ রোধে ইন্টারঅ্যাক্টিভ বিন স্থাপন করা হয়, যেখানে রঙ চিহ্নিত বিনের মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

ম্যাচ চলাকালীন রেডিওতে পরিবেশ সচেতনতামূলক বার্তা সম্প্রচারের জন্য জনপ্রিয় আরজেদের এনডোর্সমেন্ট যুক্ত করা হয়েছে। এছাড়া, বিপিএল সংশ্লিষ্ট ফেসবুক, ইউটিউব ও টিকটক প্ল্যাটফর্মে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা প্রচার ও বুস্টিং করা হয়।

বিজ্ঞাপন

এই উদ্যোগের মাধ্যমে বিপিএল ২০২৫ কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং একটি পরিবেশ সচেতনতামূলক উৎসবে রূপ নেয়, যা তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করেছে।

সারাবাংলা/জেআর/এমপি

পরিবেশ পরিবেশ বান্ধব বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর