Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন!

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামে নতুন ব্যানার টাঙানো হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নাম দিয়ে নতুন ব্যানার টানানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ‘আজ সকালে এসে নতুন নামের ব্যানার দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাফতরিক সিদ্ধান্ত আসতে পারে।

‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নাম দিয়ে নতুন ব্যানার টানানো হয়েছে। ছবি: সারাবাংলা

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. একে আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বিএসএমএমইউর সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক স্থান থেকে খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নাম সংবলিত সাইনবোর্ড।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

নাম পরিবর্তন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়